মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রানা মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) রাত ৯টায় কমলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের আলেপুর গ্রামে এই ঘটনা ঘটে।
রানা মিয়া কমলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের ওয়াহিদ মিয়ার ছেলে।
স্থানীয় ব্যক্তিরা জানান, শনিবার রাত ৯টায় ডিস অ্যানটেনার কেবল লাগানোর সময় বসতঘরের তারের সঙ্গে দেহ লেগে বিদ্যুৎস্পৃষ্টে রানা মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আবদুল আউয়াল বলেন, ‘হাসপাতালে আনার আগেই রানা মিয়ার মৃত্যু হয়েছে’।
নদী বন্দর / এমকে