বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে ৩০৪ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা পরিবহনের দায়ে ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ মার্চ) দিবাগত মধ্যরাতে বরিশাল-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর। অভিযানে সহায়তা করেন র্যাব, নৌ-পুলিশ ও মৎস্য অধিদফতরের সদস্যরা।
জরিমানাকৃত ব্যক্তিরা হলেন, কুয়াকাটা-বেনাপোল রুটের যাত্রীবাহী বাস নিমজল পরিবহনের সুপারভাইজার মো. বাচ্চু মিয়া (৪০), গলাচিপার উলানিয়া-ঢাকা রুটের যাত্রীবাহী বাস অন্তরা পরিবহনের হেলপার মো. হিরন (২২), ঢাকাগামী একটি মিনি ট্রাকের চালক মো. বাদল (৪০), মিনি ট্রাকের হেলপার কামাল খলিফা (২৫) ও অপর একটি মিনি ট্রাকের চালক আবুল কালাম (৩০)।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বাস ও ট্রাকে করে জাটকা পরিবহন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে শনিবার দিবাগত মধ্যরাতে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় দুটি যাত্রীবাহী বাস ও দুটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে ৩০৪ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
পরে জাটকা পরিবহনের দায়ে নিমজল পরিবহনের সুপারভাইজার মো. বাচ্চু মিয়াকে ৫ হাজার টাকা, মিনি ট্রাকের চালক মো. বাদলকে ৪ হাজার, অন্তরা পরিবহনের হেলপার মো. হিরনকে ১ হাজার, মিনি ট্রাকের হেলপার কামাল খলিফাকে ১ হাজার টাকা ও মিনি ট্রাকের চালক আবুল কালামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও প্রয়োজনীয় কাগজ না থাকায় জব্দ করা হয়েছে একটি যাত্রীবাহী বাস ও একটি মিনিট্রাক।
এ সময় জব্দকৃত জাটকা বিভিন্ন মাদরাসার লিল্লাহ বোর্ডিং, এতিমখানা এবং গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
নদী বন্দর / জিকে