আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে নদী দখল-দূষণমুক্তের দাবিত মানববন্ধন করেছে পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েস।
রোববার (১৪ মার্চ) সকাল ১০টায় দিনাজপুরের বাঙ্গীবেচা ব্রীজের পাড়ে ‘পূনর্ভবা নদী’সহ দেশের সকল নদী দখল ও দূষণমুক্ত করে নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। পূনর্ভবাসহ সারাদেশের মৃতপ্রায় নদীগুলোকে দখলমুক্ত করে পুনর্জীবিত করতে হবে। শুধু মুখে নয় নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ দেখতে চান তারা।
মানববন্ধনে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার তুর্য্য লিটন, রবিউল ইসলাম রুবেল, বুলবুল আহমেদ, গ্রীন ভয়েস দিনাজপুর সরকারী কলেজ শাখার সভাপতি সাইদুজ্জামান সাগরসহ আমিনুল আমরিন, জ্যোতি প্রমুখ উপস্থিত ছিলেন।
নদী বন্দর / এমকে