রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলী, সিসিবিভিও কর্মকর্তা মোঃ নিরাবুল ইসলাম, শিশু নিকেতনের অধ্যক্ষ বরজাহান আলী পিন্টু, মহিশালবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. মোঃ দুরুল হোদাসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও কর্মকর্তা, দপ্তরের প্রধানগণ সুধিজন উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এ সভায় ভোক্তা অধিকার কর্মকর্তা স্যানেটারী কর্মকর্তা উপস্থিত না থাকায ক্ষোভ প্রকাশ করেন, তারা নেই কেন? দোকানে পুন্য তালিকা লিখা থাকে না, অনেক ঔষুদের গায়ে মূল্য লিখা নেই, বসুন্ধরা কম্পানির ১ বন্তা সিমেন্টে ৫০ টাকা, রর্ডের কেজিতে ১০/১৫ টাকা বৃদ্ধি পেয়েছে এর দায়ভার কার, সরিষা সোয়াবিন, পাম্প তেল, চাল ডাল চিনিসহ বিভিন্ন দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পাচ্ছে এব্যপারে সবাইকে সচেতন হতে হবে, মোবাইল কোট পরিচালনা করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম বলেন, আগে প্রতি হাজার বিক্রি হতো সাড়ে ৬ হাজার টাকা মাত্র কয়েক দিনের ব্যবধানে সাড়ে ৭ হাজার টাকা ৮ হাজার টাকায় বিক্রি করায় ইট ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমান করা হয়েছে। আমার ৮ শ মোবাইল কোট পরিচালনা করেছি তার মধ্যে ৫ শ টি মোবাইল কোট পরিচালনা করেছি ভোক্তা অধিকারের উপর। মোবাইল কোট অব্যাহত থাকবে।
অন্যান্য বক্তরা বলেন, উপজেলার বিভিন্ন হোটেলে পঁচা বাসি খাবার বিক্রি হয় সে সাথে মাদকও বিক্রি হচ্ছে, অনেক দোকানে পুন্য বিক্রি করেন ভাউচার দিতে চাই, পুন্য তালিকা ঝুলানো থাকে না, বাজারে সবাই ব্যাগ নিয়ে যাবেন, পলিথিন, প্লাষ্টিক কোন জিসিন না নেয়ার ব্যপারে সচেতন হতে হবে। গোপালপুর মিষ্টির দোকানের সামনে হিরোইন, ইয়াবা, ফেনসিডিলের কারবার চলে এছাড়া রাজাবাড়ী, প্রেমতলী হাসপাতাল এলাকা, রেলবাজার মনির হোটেল, কসাইপাড়া, মহিশালবাড়ী গরুরহাট, সুলতানগজ্ঞ, ফিরোজচত্তর, সুলতানগজ্ঞ, বাসুদেবপুর, পিরিজপুর, কুমুরপুর, মাদারপুর, শিবসাগর প্রভূতি এলাকায় অবাদে হোরোইন, ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্নধরের মাদকসেবন, বেচাবিক্রিসহ ছোটবড় অপরাধ হয়। ওই স্থানে অভিযান ও মোবাইল কোর্টসহ মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।
নদী বন্দর / পিকে