চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে অনুষ্ঠিত হলো ৩৯-৪০তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। বিদেশের মাটিতে কাজ করতে যাওয়া ক্যাডেটদের দেশের প্রতিনিধি উল্লেখ করে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আর সফলভাবে শিক্ষাজীবন শেষ করতে পেরে খুশি নবীন ক্যাডেটরা।
সারিবদ্ধভাবে প্যারেড গ্রাউন্ডে অবস্থান নেন নবীন ক্যাডেটরা। বাদ্যের তালে শুরু হয় ৩৯-৪০ তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, প্রত্যেক ক্যাডেট বিদেশের মাটিতে বাংলাদেশের এক-একজন প্রতিনিধি। কাজের মাধ্যমে তারা দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবেন- এমন প্রত্যাশা রইল। পরে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন মন্ত্রী।
সফলভাবে শিক্ষাজীবন শেষ করতে পেরে খুশি ক্যাডেটরা। এ বছর মেরিন ফিশারিজ একাডেমির ৩৯তম এবং ৪০তম ব্যাচের নটিক্যাল বিভাগে ৬৩ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬৬ জন এবং মেরিন ফিশারিজ বিভাগে ৩৬ জন ক্যাডেট ৪ বছর মেয়াদি একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। এর মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬ জন এবং মেরিন ফিশারিজ বিভাগে ৪ জন নারী ক্যাডেট রয়েছেন।
নদী বন্দর / পিকে