যশোরে আবারও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে প্রতিদিনই শনাক্ত হচ্ছে রোগী। কয়েক মাসের মধ্যে সোমবার ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিকে, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে অনীহা বাড়ছে অনেকের মধ্যে।
স্বাস্থ্যবিভাগ সূত্র জানিয়েছে,গত দু’মাসে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কম ছিল। এ কারণে মানুষের মধ্যে স্বস্তি দেখা দেয়। কিন্তু মার্চের শুরুতে করোনা শনাক্ত শুরু হয়েছে। সর্বশেষ, গতকাল সর্বাধিক ২৩ জন আক্রান্ত হয়েছেন।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে একশ’ ৬২ জনের নমুনা পরীক্ষা করে গতকাল ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়ার শুরু থেকে এ পর্যন্ত যশোরে ২৪ হাজার ছয়শ’ ৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন চার হাজার নয়শ’ ছয় জন।
চার হাজার সাতশ’ দু’জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৫৯ জন। হাসপাতালের আইসোলশনে চিকিৎসাধীন একজন। হোম কোয়ারেন্টাইনে আছেন একশ’ ৪৪ জন। এছাড়া, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে পাঁচশ’ ৬৪ জনের। তিনি আরও জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে পারে। বয়স্কদের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে
হবে, আরও সচেতন হতে হবে।
নদী বন্দর / পিকে