দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির বড় ডাঙ্গাপাড়ায় বাড়ি থেকে গুপ্ত ধন উত্তোলনের কথা বলে এক নারীকে রাতভর গণ ধর্ষন করার অভিযোগে ২ ভুয়া কবিরাজকে আটক করেছে পুলিশ ।
ঘটনাটি ঘটেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির বড় ডাঙ্গাপাড়ায় মন্টু মিয়ার বাড়ীতে। জানা গেছে, ভন্ড ২ কবিরাজ মন্টু মিয়াকে বলেন তার বাড়িতে গুপ্ত ধন আছে এবং তারা সেই গুপ্ত ধন তুলে দিতে পারবে সে জন্য এক নারী লাগবে। কবিরাজের কথামত মন্টু ও তার লোকজন বিরামপুর থেকে ৫ হাজার টাকায় এক নারীকে ভাড়া করে নিয়ে আসে। গত ৪ মার্চ ঘটনার রাতে প্রতারক ২ ভন্ড কবিরাজ ওই নারীর শরীরে জ্বীন হাজির করার কথা বলে রাতে নিজন ঘরে পালাক্রমে ধর্ষন করে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ওই মেয়ে পরের দিন বাড়িতে গিয়ে তার অভিভাবকদের ধর্ষনের ঘটনা খুলে বললে তারা ওই ২ প্রতারক কবিরাজকে ফোন দিয়ে তাদের বাড়িতে ডেকে আনেন এবং আটকিয়ে রাখেন। পরে ভন্ড কবিরাজের পরিবার থেকে ৯৯৯ এ কল করে তাদের উদ্ধারের জন্য পুলিশকে জানালে বিরামপুর থানা পুলিশ ২ কবিরাজকে উদ্ধার করেন।এবং নারীকে ধষনের বিষয়টি অবগত হয়ে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপদ্দ করেন।
ধর্ষিতা নারীর অভিযোগের প্রেক্ষিতে হাকিমপুর থানা পুলিশ মঙ্গলবার ১৬ মার্চ দুপুরে ভন্ড ২ কবিরাজকে আটক করা হয়। এবং ওই নারী ২ ধষকসহ ৫ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। মামলার ৩ আসামী পলাতক রয়েছে।
আটক কবিরাজরা হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা বিশাইনাথপুর গ্রামের মমতাজ আলীর ছেলে মেসাতালেব (৪০) ও ফয়জার রহমানের ছেলে ইসমাইল হোসেন (৩২)।
নদী বন্দর / জিকে