1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বোদায় পুঠিমারী মিশন রাস্তার ব্রীজের ভগ্নদশা - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২০৮ বার পঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী বনগ্রাম ইউনিয়নের উলিপুকুরী পুটিমারী মিশন হয়ে তেপুকুরিয়া রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাস্তা করে দিলেও একটি ব্রীজের অভাবে জন দূর্ভোগের সীমা নেই। বর্ষা মৌসুমে রাস্তায় চলাচল করা দুষকর হয়ে পড়ে। বর্তমান ভেঙ্গে যাওয়া অংশে বাশেঁর খটখটি দেওয়া আছে। উপড় দিয়ে ভ্যান রিকসা মটর সাইকেল চলাচল করলেও নীচ অংশ দিয়ে ভারি যান চলাচল করছে। এতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এলজিইডি সুত্রে জানা যায় এই ব্রীজটি বহু পুরনো। ওপেন ফাউন্ডেশন (ওএফসি) ব্রীজ হিসেবে এটি নির্মাণ করা হয়। ব্রীজটি পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নের পুঠিমারি মিশন রাস্তায় অবস্থিত। বিগত ২০১৫-২০১৬ইং সালে বোদা উপজেলার সাকোয়া-আলিম বাজার হয়ে পুঠিমারি এবং পুঠিমারি হয়ে উপজেলার ময়দানদিঘী বাজার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তা নির্মাণ হয়। যার চওড়া ১২ ফিট। জিওবি’র অর্থায়নে রাস্তাটি নির্মিত হয়।

ফলে এই এলাকার মানুষের জীবন-যাত্রার মান বৃদ্ধি পায়। অথচ অপরিকল্পিত ওপেন ফাউন্ডেশনে নির্মিত ব্রীজটির ভগ্ন দশায় এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান কিছুটা হলে বিঘ্নতা সৃষ্টি করে রেখেছে। স্থানীয় জনসাধারনের মতে ব্রীজটি বহু পুরনো। না হলেও ৩০/৪০ বছর আগে এটি নির্মিত হয়েছে। বেংহাড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাহেব আলী জানান এক পাশে বার বার ভেঙ্গে যাওয়ায় ব্রীজিট আমি চারবার নিজ উদ্যোগে মানুষ চলাচলে প্রায় ৪২ হাজার টাকা ব্যয় করে কোনো ভাবে চলাচলের জন্য উপযোগি করে রেখেছি। জানা যায় এই রাস্তাটি বোদা উপজেলার উলিপুকুরী হয়ে করতোয়া নদীর বাগডোগরা ঘাটে গিয়ে ঠেকেছে।

এছাড়া অপরদিকে পুঠিমারি হয়ে ময়দানদীঘি বাজারে গিয়ে ঠেকেছে। বলাবাহুল্য পুঠিমারি সহ অত্র এলাকার বিপুল আবদি জমিতে ‘ধান, গম, আলু, মরিচ, পেয়াঁজ সহ সব ধরনের ফসল উৎপাদন হয়’। কৃষি এলাকা হিসেবে পরিচিত অত্র ইউনিয়নের মানুষ ব্রীজটির জন্য বড় অসহায় হয়ে পড়েছেন।পুঠিমারি মিশন হয়ে কালিয়াগঞ্জ ও দেবীগঞ্জের যোগাযোগ রয়েছে। সাথে যোগাযোগ রয়েছে পঞ্চগড় জেলা সদরের। ব্রীজটির নীচ দিয়ে বয়ে যাওয়া বর্ষাকালের পানি ব্রীজের আশপাশে চাপ পড়ে ধসে যায়। এলাকার বড় একটি পানির স্তুর এই ব্রীজটির নীচ দিয়ে বয়ে যায়।

অপরিকল্পিত ভাবে এটি নির্মাণ করায় দক্ষিণ অংশের মাটি সরে গিয়ে বড় গর্তের র্ফাঁদ সৃষ্টি হয়েছে। এখন বাঁশের নরবড়ে খটখটি দিয়ে মানুষ পারাপার হচ্ছে। যা বড় কোন বিপদের সংকেত বহন করে।

এ বিষয়ে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম জানান আমি ওই জায়গাটি পরিদর্শন করেছি। বহু দিন আগে এই ব্রীজটি নির্মাণ করা হয়। সামনের এ্যাপোচ টি ভেঙ্গে গেছে এখন ঠিক করে লাভ হবে না। আমরা একটি নতুন ব্রীজ তৈরী করার জন্য কাগজপত্র মন্ত্রনালয়ে প্রেরন করেছি। মন্ত্রনালয় থেকে অনুমোদন পেলে টেন্ডার এর মাধ্যমে নতুন ব্রীজ নির্মাণ করা হবে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com