চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কমিশনার সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঢাকার ইমপালস হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও এরপর থেকে তিনি অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ, গত ১৩ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
জানা যায়, সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু ১৯৭৭ সালে তৎকালীন চট্টগ্রাম পৌরসভার কমিশনার নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৯৪ সাল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুষ্ঠিত ছয়টি নির্বাচনের প্রত্যেকবারই ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কমিশনার পদে নির্বাচিত হন।
সর্বশেষ গত ২৯ জানুয়ারি নির্বাচনেও তিনি বিপুল ভোটে কমিশনার নির্বাচিত হন।
নদী বন্দর / এমকে