1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে অবৈধপথে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি আটক - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
বেনাপোল প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ১৩২ বার পঠিত

বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে অবৈধপথে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার ভোরে পুটখালী সীমান্ত থেকে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। আটকরা হলেন- শহিদুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (২৩),আফজাল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩০), বিসমিল্লাহ মোল্লার স্ত্রী কুলছুম খাতুন (৩২), প্রফুল­ চন্দ্র হালদারের ছেলে সবুজ হালদার (২৫),আতিয়ার হালদারের ছেলে লালচাঁন হালদার (৩৭), হান্নান শেখের ছেলে শহীদ শেখ (৪৩) ও লালচাঁন হালদারের স্ত্রী মিনারা খাতুন(৩৫)।এদের বাড়ি খুলনা, ঝিনাইদহ,মানিকগঞ্জ ও নড়াইল জেলায়।

২১ বিজিবির ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল মুনজুর এলাহী জানান, তাদের কাছে গোঁপন খবর আসে ভাল কাজের লোভ দেখিয়ে দালাল চক্র বেশ কিছু বাংলাদেশি নারী- পুরুষকে ভারতে নেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে বিজিবি সীমান্তে অভিযান চালায়। এক পর্যায়ে দালালরা তাদেরকে ভারতে পরবেশকালে ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপারেশন মো: আজিজুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে বিজিবির দেওয়া অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com