‘খেলা হবে’ স্লোগানের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজ্যের পুরুলিয়া জেলায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতার বিরুদ্ধে নানা অভিযোগ করেন মোদি।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের হাতে গোনা আর কদিন বাকি। ভোটের আগে আগে ভারতীয় প্রধানমন্ত্রীর টানা চার ম্যারাথন সমাবেশের প্রথমটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলায়। সমাবেশে দীর্ঘক্ষণের বক্তব্যের সিংহভাগই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় ভরপুর। কটাক্ষ করেন, মমতার ইশতেহারের। ‘খেলা হবে’ স্লোগানেরও কটাক্ষ করেন মোদি।
নরেন্দ্র মোদি বলেন, ‘দিদি বলে, খেলা হবে। বিজেপি বলে, চাকরি হবে। অত্যাচার অনেক করেছো দিদি। ভয় দেখানোই তোমার অস্ত্র। রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ।’
মোদি আরও বলেন, ‘নির্বাচনে জিতলে বিজেপির প্রধান কাজ হবে, চাকরি, বিকাশ, শিক্ষা, নারীদের কর্মসংস্থান, সবার জন্য পাকা বাড়ি ও হাসপাতাল-স্কুল।’
মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসী ও মাফিয়াদের নিয়েই ক্ষমতায় টিকে আছেন বলেও অভিযোগ করেন মোদি। তিনি বলেন, ‘তৃণমূল নেতারা চাল চোর।’
আগামী শনি, রবি ও বুধবার আরও তিনটি জনসভায় অংশ নেবেন ভারতীয় প্রধানমন্ত্রী।
এ অবস্থায় বসে নেই মমতা ও তার দল তৃণমূল নেতারাও। তারাও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এরই মধ্যে নন্দীগ্রামে ফের তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠেছে। আর ব্যারাকপুরের বিজেপির সংসদ সদস্য অর্জুন সিংয়ের বাড়ির বাইরে ৮ থেকে ১০টি বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
নদী বন্দর / পিকে