উন্নত জাতের উচ্চফলনশীল গমের বীজ উদ্ভাবন করেছে দেশীয় বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই কোম্পানি লিমিটেড।পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাসহ আরো চার জেলায় পরীক্ষামূলকভাবে এসব বীজের গম চাষ করে কৃষক পর্যায়ে মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এখন থেকে চাষীরা এ বীজ থেকে গম উৎপাদন করতে পারবেন। এসব বীজ থেকে গমের দ্বিগুণ ফলন হয়েছে বলেও এসিআই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।
গতকাল দুপরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নতুন বন্দর এলাকায় এসিআই গম-১ এবং এসিআই গম-২ বীজ বপন করে স্থানীয় গমচাষীদের উৎপাদিত গমের মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরীক্ষামূলক গমক্ষেত পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুদেন্দ্র নাথ রায়। এ সময় কোম্পানির ব্যবসা পরিচালক সূধীর চন্দ্র নাথ, উপজেলা প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
গম বীজের মাঠ প্রদর্শনী শেষে এ বীজ গম দিয়ে উৎপাদনকারী কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসিআই কোম্পানির ব্যবসা পরিচালক সূধীর চন্দ্র নাথ রায় বলেন, দেশের কৃষকদের লাভবান করতে আমাদের এ উদ্যোগ। সরকারের সহযোগিতায় এ বীজ দেশের কৃষক পর্যায়ে সরবরাহ করতে চাই। সরকারের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা মাঠ পরিদর্শন করে কৃষকদের কাছ থেকে এ বীজের কথা শুনেছেন। আশা করি দেশে অন্য জাতের যেকোনো গম বীজের তুলনায় এ বীজ বেশি কার্যকরী হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুদেন্দ্র নাথ রায় বলেন, দেশে অনেক জাতের বীজ আছে। কৃষকদের কাছে শুনে মনে হয়েছে, এ বীজ উন্নত জাতের হবে এবং কম খরচে কৃষকরা ব্যবহার করতে পারবেন।
নদী বন্দর / পিকে