ব্রহ্মপুত্র নদের গাইবান্ধার ফুলছড়ি ঘাট উপজেলার বালাসি ঘাটে ৪১ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ে জেলে ছোবেদ আলীর জালে। রোববার (২১ মার্চ) দুপুরে হাতীবান্ধা উপজেলার পরিষদ গেটে মাছটি নিয়ে আসেন আল-আমিন নামের এক মাছবিক্রেতা। পরে তিনি ৩২ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী আল-আমিন বলেন, শনিবার রাতে ফুলছড়িঘাট উপজেলার বালাসি ঘাটে বাঘাইড় মাছটি ব্রহ্মপুত্র নদের জেলে ছোবেদ আলীর জালে আটকা পড়ে। বেশি দাম পাওয়ার আশায় মাছটি হাতীবান্ধা বাজারে নিয়ে আসি। স্থানীয় কয়েকজন মিলে ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
এ বিষয়ে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তালেব বলেন, এই প্রথম এত বড় মাছ বাজারে উঠছে। মাছটি পেয়ে আমরা খুবই খুশি। আমরা মাছটি ৩২ হাজার টাকায় কিনে নিয়েছি।
নদী বন্দর / জিকে