গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবসের ৪৯তম বর্ষের সূচনালগ্নে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে গোপালগঞ্জ জেলা প্রশাসন, পরে বাংলাদেশ পুলিশ বাহিনী, সংরক্ষিত নারী সাংসদ নার্গিস রহমান, জেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা কারাগারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান।
পুষ্পস্তবক অর্পণ শেষে সমাধি সৌধে ফাহেতা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
নদী বন্দর / পিকে