”মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার”এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.গাদ্দাফি শিকদারসহ অনেকে।
নদী বন্দর / এমকে