মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ এবং পরিবেশ রক্ষায় ধুলিমুক্ত নেত্রকোনা জেলা শহর গড়তে নাগরিকদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা মূলক মানববন্ধন, পথচারীদের মাঝে লিপলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
বেসরকারী সংগঠন আইইডি’র ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের সড়কে পৌরসভার মোড়ে এইসব কর্মসূচী পালন করে।
জনউদ্যোগ নেত্রকোনার ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে সদস্য কবি সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, মিতালী সংঘের সম্পাদক এ টি এম এ রাজ্জাক, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ্, আলতাবুর রহমান কাসেম, দৈনিক আলোকিত নেত্র পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, সাংবাদিক আনিসুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক আনোয়ার জহির লিটন ও ফেলো শ্যামলেন্দু পাল। এ সময় পথচারীদের মাঝে জনউদ্যোগের পক্ষ হতে জনসচেতনতামূলক লিফলেট এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
নদী বন্দর / জিকে