চট্টগ্রামে মহানগর বিএনপির একটি সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বিএনপি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নসিমন ভবনের সামনে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। বিকেল ৩টার দিকে সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপি নেতারা। এ সময় হঠাৎ সমাবেশের দিকে আসতে থাকা একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা করে বিএনপি কর্মীরা। এর প্রেক্ষিতে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। পরে পুলিশের লাঠিচার্জে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।
সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিজেদের অফিসের সামনের সড়কে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় বিএনপি কর্মীরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনার পর বিএনপি কার্যালয়ে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। বিকেল ৪টা থেকে উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পুরো বিএনপি অফিস (নাসিমন ভবন) ঘিরে তল্লাশি চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের ছয়জন সদস্য আহত হয়েছেন।
এদিকে নগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ইদ্রিস আলী দাবি করেছেন, পুলিশ অতর্কিত বিএনপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে। পুলিশের গুলিতে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি দাবি করেন।