তারাগঞ্জে সূর্যমুখীর চাষ বেড়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর প্রথম পর্যায়ে উপজেলায় মাত্র সাত হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছিল। চলতি বছর তা প্রায় তিন গুণ বেড়ে ২০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে।
উপজেলার ইকরচালি ইউনিয়নের সূর্যমুখী চাষি রফিকুল ইসলাম বলেন, কম খরচে অধিক লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষ করছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম বলেন, গত বছরের তুলনায় এবারে তারাগঞ্জ উপজেলায় সূর্যমুখীর চাষ তিন গুণ বেড়েছে। সূর্যমুখী চাষে কৃষকদের উত্সাহ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ চাষ আরও বাড়বে বলে আমরা আশাবাদী।
নদী বন্দর / এমকে