বিগত ১০ বছরের উন্নয়ন বাংলাদেশকে বিশ্বে রোল মডেল পরিচিতি দিয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি।
তিনি বলেন, ‘বাংলাদেশ বিগত ১০ বছরে যে উন্নয়ন সাধন করেছে, তাতে আজ বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ এখন আর ‘তলাবিহীন ঝুড়ি’ নেই, দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের লক্ষ্য স্থির করেছেন। আমার দৃঢ় বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘৪১ সালের আগেই সমৃদ্ধশালী দেশে আমরা পৌঁছাতে পারবো। ‘
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল ) সকাল ৮টায় বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান-বিপিএম (বার), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো প্রমুখ।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরো বলেন, ‘একটি জাতির উন্নতি নির্ভর করে দেশের নাগরিকদের ওপর। বঙ্গবন্ধু একটি ‘সোনার বাংলা’ স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদেরকেও শারীরিকভাবে সুস্থ-সবল থাকতে হবে এবং সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।আর শারীরিক সুস্থ থাকতে হলে খেলাধুলার দিকে মনোযোগী হতে হবে। খেলায় যারা মনযোগী তারা খারাপ কাজে মনযোগী হয় না, মাদকের দিকে আকৃষ্ট হয় না। ‘
প্রথমে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ এর বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী খেলায় সাউথ জোন চন্দ্র দীপ,সাউথ জোন ও বরেন্দ্র সাউথ জোন এর মধ্যে শুরু হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: হোসেন চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন ।
নদী বন্দর / জিকে