রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের এক এএসআই আহত হয়েছেন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রায়েরবাজার এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে রাকিব নামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে যায় পুলিশ। এ সময় একটি রুমে সন্দেহভাজন চার-পাঁচজনকে দেখতে পান পুলিশ সদস্যরা। আসামি রাকিব সন্দেহে ইব্রাহীম নামে আরেকজনকে ধরে ফেলেন পুলিশের এএসআই উজ্জল। এ সময় সন্ত্রাসী ইব্রাহিম সাথে থাকা পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করলে উজ্জ্বল মারাত্মক আহত হন।
তখন পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে ইব্রাহীমকে গ্রেফতার করেন। পরে আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সন্ত্রাসী ইব্রাহীমকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
আহত পুলিশ সদস্য এএসআই উজ্জ্বল বলেন, ওয়ারেন্টের আসামি গ্রেফতার করতে গিয়ে ওই রুমে ঢুকতে গেলে ৪ থেকে ৫ জন ছেলেকে পাই। পাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। ওই ছেলেটাকে নির্ণয় করার জন্য চেষ্টা করি। এর মধ্যে একজন ছেলে চলে যাওয়ার চেষ্টা করে তখন তাকে আটক করলে ও যখন আমি ধরার চেষ্টা করি তখন কোমর থেকে রিভলভার বের করে আমাদের গুলি করে।
নদী বন্দর / পিকে