বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার নিষিদ্ধ জাল ও মাটি কাটার বেশকিছু সরঞ্জাম জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, হালদা নদীর ধলই ও সমিতির হাট অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করা হয়। একই সময়ে ইউএনওকে দেখে কতিপয় অসাধু ব্যক্তি মাটি কাটার সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। পরে সরঞ্জামগুলোও জব্দ করা হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় এক হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছিল।
হাটহাজারী উপজেলা ইউএনও রুহুল আমিন বলেন, ‘হালদা নদীর মা মাছ জীববৈচিত্র্য ও ডলফিন রক্ষায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজও অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল ও মাটি কাটার বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
নদী বন্দর / জিকে