টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর পাড় থেকে মাটি কেটে বিক্রির দায়ে আলহাজ্ব শিকদার নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শিকদার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকার তোতা মিয়ার ছেলে।
রোববার (১১ এপ্রিল) রাতে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন গোড়াই ইউনিয়নের চাঁনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, সন্ধ্যার পর উপজেলার চাঁনপুর এলাকায় ভেকু মেশিন দিয়ে বংশাই নদীর পাড় থেকে কেটে মাটি বিক্রি করছিলেন শিকদার। খবর পেয়ে রাত আটটার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় কয়েকটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। আর অবৈধভাবে মাটিকাটার অপরাধে ব্যবসায়ী শিকদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। রাত নয়টার দিকে আদলতের কাছে জরিমানার টাকা জমা দিয়ে গাড়ি ছাড়িয়ে নেন ওই ব্যবসায়ী।
জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নদী বন্দর / পিকে