নাটোরের লালপুরে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাঘাইড় মাছ। লিটন নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রির জন্য শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে নটোরের কেন্দ্রীয় মসজিদের সামনে ভ্যানে করে নিয়ে আসেন ফজলুর রহমান নামের এক মাছ ব্যবসায়ী। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাছটি বিক্রির প্রক্রিয়া চলছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোরে পদ্মা নদীতে মাছ ধরতে গেলে লিটনের জালে একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে বিক্রির জন্য পার্শ্ববর্তী বাঘা বাজারে মাছের আড়তে নিয়ে আসেন তিনি। সেখান থেকে ফজলুর রহমান মাছটি কেনেন। দুপুরের দিকে ভ্যান করে মাছটি বিক্রির জন্য কেন্দ্রীয় মসজিদের সামনে নিয়ে আসেন। প্রতি কেজি এক হাজার হিসেবে ২৯ হাজার টাকা বিক্রি দাম হাঁকালেও ২১ হাজার টাকা দাম বলেছে স্থানীয় ক্রেতারা।
মাছ ব্যবসায়ী ফজলুর রহমান জানান, তিনি বগুড়া বাজারে মাছ বিক্রি করেন। কিন্তু যানবাহন না চলায় তিনি নাটোর বাজারে নিয়ে এসেছেন। কিন্তু কত টাকায় তিনি মাছটি কিনেছেন তা বলতে চাননি।
নদী বন্দর / জিকে