এতদিন স্মার্টফোনের স্টোরেজ স্পেস শেষ হয়ে গেলেও ভরসা ছিল গুগল ফটোসের উপর। সেখানে বিনামূল্যে ছবি, ভিডিও স্টোর করে রাখা যেত ৷ কিন্তু এবার আর সেই উপায় থাকছে না ৷ কারণ ২০২১ সালের ১ জুন থেকে গুগল তাদের গুরুত্বপূর্ণ সেবা গুগল ফটোসের নিয়ম পরিবর্তন করছে।
নতুন নিয়ম অনুসারে গুগল ফটোসেরর ইউজারেরা তাদের প্রত্যেকের গুগল অ্যাকাউন্ট অনুযায়ী, ১৫ জিবির বেশি আর স্টোরেজ ব্যবহার করতে পারবেন না। গুগল ডকস থেকে শুরু করে সিটস, স্লাইডস, ড্রয়িং, ফরম এমনকী জ্যামবোর্ড ডেটাও কাউন্ট করা হবে এই স্টোরেজের মধ্যেই।
আসছে ১ জুন যে কোনও গুগল অ্যাকাউন্ট হোল্ডার কোনও নতুন ছবি বা ভিডিয়ো আপলোড করলে, তা ১৫ জিবি স্টোরেজের মধ্যেই কাউন্ট করা হবে। স্টোরেজ শেষ হয়ে গেলে ইউজারদের গুগল ওয়ান মেম্বারশিপ কিনতে হবে। অ্যাপে রেখে দেয়া ছবি, ভিডিওর পরিমাণ ১৫ জিবি পেরিয়ে গেলেই পয়সা দিয়ে স্টোরেজ স্পেস কিনতে হবে৷
তবে স্বস্তির বিষয় হলো ১ জুনের আগে পর্যন্ত ব্যাক আপ নেওয়া ছবি, ভিডিও-গুলিকে এই হিসেবের মধ্যে নেওয়া হবে না৷ গুগল ফটোসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিক যেভাবে জি-মেইল বা গুগল ড্রাইভের জন্য অতিরিক্ত স্টোরেজ কিনতে হয়, এক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে ৷
গুগলের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের জুন মাসে একটি নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট টুল নিয়ে আসবে ৷ যা দিয়ে সহজেই অস্পষ্ট বা ঝাপসা অথবা তুলনামূলক খারাপ মানের ছবি, ভিডিওগুলি দ্রুত চিহ্নিত করে সেগুলো দ্রুত অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিতে পারবেন ব্যবহারকারীরা ৷
গুগল ওয়ান সেবার প্রতি মানুষকে আরও আকৃষ্ট করতেই সংস্থার এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যবহারকারীরা যাতে এই পরিবর্তনের জন্য আগে ভাগে প্রস্তুতি নিতে পারেন, সেই কারণেই সময় থাকতে সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেওয়া হল ৷