বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ২৬-২৮ তারিখে হেফাজতের তাণ্ডবে সরাসরি বিএনপির মদদ ছিল। বিএনপি যদি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, সেটা হেফাজত বা জামায়াত ইসলামের নামেই হোক তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবেই।
শনিবার (১৭ এপ্রিল) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
হানিফ আরো বলেন, বাংলাদেশকে একটি অস্থিশীল রাষ্ট্র হিসেবে বহিঃবিশ্বের কাছে প্রচার করার জন্য পরিকল্পিতভাবে তারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছে। যারা রাষ্ট্রকে নিজের বলে মনে করতে পারে না তারাই এমন করতে পারে।
এসময় কুষ্টিয়া জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে হানিফ মুজিবনগর দিবস উপলক্ষে মেহেপুরের মুজিবনগরের উদ্দেশ্যে রওনা দেন।