সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মালবাহি ট্রাক ও যাত্রীবাহি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ১৫ জন শ্রমিক আহত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) রাত ৩ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তালা উপজেলার শুভাষিনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবুবক্কর কারিকরের ছেলে মুন্না কারিকর (৩৫) ও একই গ্রামের বাহার আলী গাজীর ঘরজামাই আশাশুনি উপজেলার বড়দল গ্রামের শফিকুল ইসলাম (৫০)।
আহতরা হচ্ছে- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের শেখ আহাদ আলীর ছেলে মহাতাবউদ্দিন (৫০), মফেজ মোল্যা (৬০), নওশের আলীর ছেলে বাবর আলী (৫২), আনছার আলীর ছেলে শাহজামাল (২৫), আব্দুর রউফের ছেলে মামুন হোসেন (১৭), আব্দুল গফুরের ছেলে ইউনুছ আলী (৩৫), সুমন হোসেন (২১), আব্বাস আলী বিশ্বাস (৬০) ও আশরাফুল ইসলাম (১৮) একই উপজেলার তারালী গ্রামের বিষ্ণুপদ মন্ডলের ছেলে কৃষ্ণপদ মন্ডল (২৭), খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের আব্দুস সালাম সানা (৫০), তার মেয়ে ফাতেমা (১৭), সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা গ্রামের আব্দুল গফফারের ছেলে আসাদুল ইসলাম (৩০)। বাকীদের নাম পরিচয় জানা যায়নি।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রওশান গাইন জানান, আহতের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকীদের স্বজনরা করোনা সংক্রমণের ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়েই কৌশলে বিভিন্ন ক্লিনিকে ও বাড়িতে স্থানান্তর করেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত কৃষ্ণপদ মন্ডল জানান, গত শনিবার (৩ এপ্রিল) স্থানীয় এক শ্রমিক সরদারের মাধ্যমে বিভিন্ন এলাকার ২৮ জন শ্রমিক মাদারীপুরে এক ঠিকাদারের অধীনে রাস্তা সংস্কারের কাজ করতে যায়। করোনা পরিস্থিতির কারণে কাজ বন্ধ থাকায় তারা ২৪ জন একসাথে লকডাউনের কারণে রাতে পিকআপ ভ্যানে বাড়ি ফেরার পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তালা থানার শুভাষিনী কলেজ এলাকায় পিকআপ ভ্যানটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহি দ্রুতগামী ট্রাকের সাথে ওই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, লকডাউনের কারণে রাতে শ্রমিকরা পিকআপ ভ্যানে বাড়ি ফেরার সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তালা উপজেলার শুভাষিনী কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মালবাহি ট্রাকের সাথে ওই যাত্রীবাহি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মুন্না ও শফিকুল নামের দু’জন শ্রমিক নিহত হয়। এছাড়াও আহত হয় কমপক্ষে ১৫ জন শ্রমিক। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঐ রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নদী বন্দর / জিকে