ঝিনাইদহের চুয়াডাঙ্গা গ্রামের একটি বিলের মাঠ থেকে আব্দুল আলিম (৫০) নামের এক ইলেকট্রনিক মিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আলিম হরিনাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের মৃত মুনসাদ আলীর ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিলের মাঠে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ আব্দুল আলিমের মৃতদেহ উদ্ধার করে।
তিনি জানান, মৃতদেহের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। সেখান থেকে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নদী বন্দর / পিকে