তীব্র দাবদাহের পর বছরের প্রথম বৃষ্টির দেখা পেল পটুয়াখালীর মানুষ। রোববার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে প্রকৃতি শীতল হয়ে এখানে বৃষ্টি নামে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পটুয়াখালীতে তীব্র গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। গরম থেকে রক্ষা পেতে মানুষ বৃষ্টির প্রতীক্ষা করছিল। রোববার দুপুর থেকে আকাশ কিছুটা মেঘলা হলে প্রশান্তির ছোঁয়া পায় মানুষ। বিকেলের দিকে মেঘের গর্জন আর থেমে থেমে হালকা বৃষ্টি প্রকৃতিতে নতুন আবেশ ছড়ায়। দীর্ঘদিন বৃষ্টির অপেক্ষায় ছিল এখানকার কৃষক।
পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, দুপুরের পর সামান্য বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ছয়টায় আমরা একটা রিপোর্ট দিতে পারবো। তবে এই বৃষ্টির পরিমাণ এক মিলিমিটার কিংবা তা তার কমও হতে পারে।