করোনা বিস্তার রোধে সরকারের কঠোর লক- ডাউনের কারণে নেত্রকোনায় ক্ষতিগ্রস্থ জেলা মোটরযান কর্মচারি শ্রমিক ইউনিয়নের পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় সোমবার সকাল ১০টায় সাতপাই স্টেডিয়ামে এ ত্রাণ বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী পরিবহন শ্রমিকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ্ আল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল, জেলা ত্রাণ কর্মকর্তা শরফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, বিআরটিএ’র উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নাসের তালুকদার মিলু, মিতালী সংঘের সাবেক সম্পাদক এ টি এম এ রাজ্জাক, জেলা বাস পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আদব আলীসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম জানান, লক-ডাউনের কারণে নেত্রকোনায় ক্ষতিগ্রস্থ ৫ শত ৫০ জন পরিবহন শ্রমিকদের মাঝে প্রত্যেককে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ও ১ কেজি তেল প্রদান করা হয়।
নদী বন্দর / পিকে