গ্যাস লাইনে সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়া পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধই থাকছে।
দীর্ঘদিন ধরে লোকসানে নিমজ্জিত এই কোম্পানিটি গ্যাস লাইনের সমস্যার কারণে গত ২ নভেম্বর থেকে ৪৫ দিনের জন্য তাদের কারখানা বন্ধ করে দেয়। ফলে এ সময়ে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।
এখন নতুন করে আরও ৩০ দিনের জন্য প্রতিষ্ঠানটির কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার (২০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, গ্যাস লাইনের সমস্যার কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ আরও ৩০ দিন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে উৎপাদন বন্ধ থাকবে। সমস্যার সমাধান হলে পরবর্তীতে নোটিশ দিয়ে জানানো হবে।
৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া অলটেক্স ইন্ডাস্ট্রিজ ২০১৭ সাল থেকে নিয়মিত বড় লোকসান করছে। আর ২০১৫ সালের পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। ফলে পঁচা ‘জেড’ গ্রুপে স্থান হয়েছে প্রতিষ্ঠানটির।
সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটি চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান করেছে ১ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৪ পয়সা।
বড় লোকসানের পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৩ পয়সা, যা ২০২০ সালের জুন শেষে ছিল ১৫ টাকা ৭৮ পয়সা।
নদী বন্দর / জিকে