দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এবং তিব্র দাবদাহের ফলে এবার পটুয়াখালী জেলায় মুগ ডালের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বৃষ্টি না হওয়ায় গত বছর থেকে এবার ফলনও কম হবে বলে জানান সংশ্লিষ্টরা।
তবে খরার কারণে এবার মুগডালের ফলন কত কম হচ্ছে সে বিষয়ে মাঠ পর্যায়ে নজরদারি করছে কৃষি বিভাগ।
দেশের সব থেকে বেশি মুগডাল চাষ হয় পটুয়াখালীতে। বিগত বছরগুলোতে এই জেলায় মুগের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা আগ্রহ ভরেই মুগডাল চাষাবাদ করেন। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। এই মৌসুমে এখন পর্যন্ত বৃষ্টি না হওয়ায় মুগের খেতগুলো এখন ফেটে চৌচির। এতে করে অনেক খেতের ফসল পুড়ে গেছে আবার কোনো কোনো খেতে ফসলই ধরেনি। এ কারণে ডাল আবাদ করে নতুন এক সংকটের মুখোমুখি হতে হচ্ছে এ অঞ্চলের কৃষকদের।
পটুয়াখালী জেলা কৃষি কর্মকর্তা একেএম মহিউদ্দিন জানান, এবার জেলায় ৯৭১৩২ হেক্টর জমিতে মুগ ডাল চাষ করা হয়েছে। গত বছর হেক্টর প্রতি ১.৩ টন ফলন পাওয়া গেলেও এবার এক তৃতিয়াংশ জমিতের ফলন কম হতে পারে। তবে ফলন কী পরিমাণ হচ্ছে সে সম্পর্কে মাঠ পর্যায়ে দৃষ্টি রাখা হচ্ছে। সব ফলন না উঠলে প্রকৃত সংখ্যাটি বলা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত যে বিগত বছরের থেকে এ বছর ফলন কম হবে।
বিগত বেশ কয়েক বছর থেকে পটুয়াখালীর মুগডাল জাপানে রফতানি হচ্ছে। তবে এবার ফলন কম হলে মুগ ডালের এই রফতানি প্রক্রিয়াও ব্যাহত হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
নদী বন্দর / জিকে