সুরমা ও কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (৩ মে) উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
তাতে আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের সিকিম ও হিমালয় পাদদেশীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে উত্তরাঞ্চলের ধরলা ও তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
নদী বন্দর / পিকে