মহামারী করোনা বিস্তার রোধে সরকারের কঠোর লকডাউনের কারণে নেত্রকোনায় কর্মহীন হয়ে পড়া, ক্ষতিগ্রস্থ অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে সরকারী ভাবে চাল, ডাল, তেল ও মিষ্টি লাউ বিতরণ করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১০টায় সাতপাই স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত এই সব ঈদ উপহার সামগ্রী নিন্ম আয়ের মানুষের কাছে বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ ৫ শত ৫০ জন নিম্নআয়ের মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, পৌর মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, জেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা শরফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখি, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নদী বন্দর / পিকে