ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমায় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (১৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার সাতমাইল এলাকায় ওসমানীনগরগামী একটি বাস ও সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় (৪০) ও তার দুই বছরের ছেলে গৌরভ রায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ঢাকাগামী একটি বাস ও সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বিউটি রায় ঘটনাস্থলেই মারা যান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার শিশুসন্তানও মারা যায়। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্ঘটনায় এক নারী ও তার ছেলেসন্তান নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।