ভারত ফেরত যাত্রী ও ট্রাক ড্রাইভারদের সেবা দিতে গিয়ে স্বাস্থ্যসেবী,ইমিগ্রেশন কর্মকর্তা ও স্থানীয়রা যাতে করোনা সংক্রমিত না হয় সে বিষয়ে নিশ্চিত করতে জিরো পয়েন্ট, হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট, আবাসিক হোটেল, স্থলবন্দর পরির্দশন করেছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম পরির্দশনে আসেন। এসময় এখানে কর্মরত সবার সাথে মতবিনিময় করেন।
এসময় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন,ইমিগ্রেশন এলাকায় কর্মরত স্বাস্থ্যসেবী, ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মচারী-কর্মকর্তা কাজ করার সময় অবশ্যই স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিতে তারা যেনো সচেতন থাকে সে বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও স্থলবন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভারদের কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করে যাচ্ছি আমরা।
নদী বন্দর / জিকে