পৌষের শুরুতেই উত্তরের জেলাগুলোয় জেঁকে বসেছে শীত। সোমবার (২১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
পঞ্চগড়
ঘন কুয়াশায় পঞ্চগড়ে সন্ধ্যার আবহ। অনেক বেলা গড়ালেও দেখা মেলেনি সূর্যের। তাই রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূল মানুষের। গবাদিপশু নিয়ে বিপাকে কৃষাণ-কৃষাণিরা।
গাইবান্ধা
ক্রমশই তাপমাত্রা কমতে থাকায় জবুথবু গাইবান্ধাবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে তাদের। সরকারি সহায়তায় দাবি জানিয়েছেন তারা।
নদী বন্দর / পিকে