মাদারীপুরের রাজৈর উপজেলায় আনুমানিক পাঁচ কিলোমিটার দূরত্বের দুটি গ্রামে দুই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সালাম শেখ ও মোতাহার দর্জি নামে ওই দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।
রোববার (২৩ মে) রাত ৮টার পর রাজৈরের উত্তর হোসেনপুর গ্রামের চান্দেরবাজার ব্রিজের কাছ থেকে সালাম শেখ এবং সোমবার (২৪ মে) সকাল ৮টার দিকে রাজৈরের কোটালীপাড়া সড়কের মজুমদারকান্দি গ্রামের একটি পাটক্ষেতে মোতাহার দর্জির মরদেহ পাওয়া যায়।
দুপুরে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদি বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক মোতাহার দর্জি রোববার রাতে এশার নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকাল ৮টার দিকে মজুমদারকান্দি গ্রামের ওই পাটক্ষেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। মোতাহারের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এর আগে উত্তর হোসেনপুর গ্রামের চান্দেরবাজার ব্রিজের কাছে রাস্তার পাশে ভ্যানচালক সালামকে শেখকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। রাত ৮টা থেকে ১০টার মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তখন কর্তব্যরত চিকিৎসক সালাম শেখকে মৃত ঘোষণা করেন।
ওসি শেখ সাদি বলেন, ‘দুটিই পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতদের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’
মোতাহার দর্জির ছেলে মুরাদ দর্জি বলেন, ‘আমার বাবাকে যারা মেরেছে তাদের বিচার চাই। আমার বাবাকে জমিজমা বিষয়ের জের ধরে মেরেছে।’
অপরদিকে সালাম শেখের ছেলে আরশাদুল শেখ বলেন, ‘আমার বাবাকে যারা হত্যা করেছে, তারাই আবার ভিডিও করেছে। আমার বাবা কারও নাম বলেননি এবং যা বলেছেন তার কিছুই বোঝা যায়নি। বাবার হত্যাকারীদের বিচার চাই।’
নদী বন্দর / সিএফ