কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বুড়ির হাটের ৩০০ মিটার স্পারটির সামনের অংশ ধসে পড়ে। পাশাপাশি বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান ক্রসবাঁধের অবশিষ্ট অংশ দক্ষিণপাশ ধসে যায়।
ক্রসবাঁধ দুইটি ভেঙে গেলে প্রায় ১৫ গ্রামের মানুষকে হুমকির মুখে পড়তে হবে। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম রবিবার বুড়ির হাট স্পারটি পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম বলেন, ভাঙনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব। কুড়িগ্রাম পাউবোর এসডি মাহমুদ হাসান বলেন, স্পারটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নদী বন্দর / জিকে