সরকার ক্ষমতায় টিকে থাকতে উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এছাড়া সীমান্তে ভারতীয় বাহিনী মানুষ হত্যা করছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, এটা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তার উদ্দেশ্য হচ্ছে জোর করে ক্ষমতায় টিকে থাকা। এ সরকার সব ক্ষেত্রে স্বাধীনতার সব চেতনা ধ্বংস করে দিয়েছে। অর্থনীতিকে বাজে অর্থনীতিতে পরিণত করেছে। বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করেছে। সংসদকে পুরোপুরি অকেজো করেছে। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন ও সদস্য সচিব আব্দুস সালাম।
নদী বন্দর / এমকে