জানা গেছে, আব্দুল আজিজের দুই ছেলে রমিজ উদ্দিন (৫০) ও আফাজ উদ্দিনের (৩৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
নিহত আফাজ উদ্দিনের পিতা আব্দুল আজিজ বাড়িভিটা থেকে গাছ বিক্রি করেন। মঙ্গলবার ব্যবসায়ী গাছ কেটে নিয়ে গেলে আফাজ উদ্দিন সেই গাছের লাকড়ি আনতে যান। এ সময় পেছন থেকে ছোট ভাই আফাজ উদ্দিনের দুই পায়ে দা দিয়ে কোপ দেয় বড় ভাই রফিজ উদ্দিন। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নিয়ে যাওয়ার পথে গাজীপুরের নয়নপুর এলাকায় পৌঁছলে সন্ধ্যায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।
ভালুকা মডেল থানার (ওসি) মাহমুদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
নদী বন্দর / পিকে