নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ট্রলারের ধাক্বায় নৌকা ডুবে আবু হানিফা (৬০) নামের এক মাঝি নিখোঁজ হয়েছেন।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে নৌকাডুবির ঘটনা ঘটেলেও মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল পর্যন্ত নিখোঁজ মাঝির সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ডুবরি দল। নিখোঁজ আবু হানিফা নরসিংদীর মাধবদী থানার চর ভাসানিয়া গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।
আড়াইহাজারের খাগকান্দার নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল হাকিম আজাদ জানান, সোমবার সকালে আবু হানিফার নৌকা ভাড়া নিয়ে দু’জন লোক উপজেলার বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ যাওয়ার পরপরই বড় একটি ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে মাঝি আবু হানিফা নদীতে পড়ে যান। এর পর তারা নিজেরাই খুজঁতে থাকে। হানিফার সন্ধ্যান না পেয়ে মঙ্গলবার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবরি দল দিনভর চেষ্টা চালায়। এখনো আবু হানিফার সন্ধান পায়নি।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাহান জানান, নিখোঁজ মাঝিকে এখনো পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করার চেষ্ট চালানো হচ্ছে।
নদী বন্দর / পিকে