সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বন থেকে একটি মেছোবাঘকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এরপর এটিকে হাওরে ফেলে দেয়া হয়। মেছোবাঘটি দৈর্ঘ্যে তিন ফুট ও প্রস্থে দুই ফুটের বেশি ছিল।
মঙ্গলবার (৮ জুন) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহ ধরে টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি গ্রামের একটি বাঘ রয়েছে বলে চারদিকে খবর ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কে বসবাস করছিল স্থানীয়রা। এরপর মঙ্গলবার বিকেলে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে কুড়াল ও লাঠি নিয়ে মেছোবাঘটিকে খুঁজতে থাকে।
একপর্যায়ে গোলাবাড়ি গ্রামের একটি হাওরে বাঘটিকে দেখতে পান তারা। এসময় প্রথমে মাছ মারার কুচ দিয়ে মেরে আহত করা হয় বাঘটিকে। পরে কুড়াল ও লাঠি দিয়ে পিটিয়ে এটিকে হত্যা করে স্থানীয়রা। পরে মৃত মেছোবাঘটিকে হাওরে ফেলে দেন তারা।
এদিকে মেছোবাঘটিকে হত্যার পর এক আনন্দ মিছিল বের করেন স্থানীয়রা। বাঘ মারার ও আনন্দ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এপর্যন্ত এ ব্যাপারে কিছু জানে না বনবিভাগ।
স্থানীয় গণমাধ্যম কর্মী জাহাঙ্গীর আলম ভূইয়া বলেন, ‘এ ধরনের মেছোবাঘ একসময় টাঙ্গুয়ার হাওরের প্রচুর দেখা যেতো। এখন বন-জঙ্গলের পরিধি কমে যাওয়ায় এ প্রজাতিও রয়েছে বিলুপ্তির পথে।’
তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে বনবিভাগকে অবগত করা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
নদী বন্দর / এমকে