1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে: পরিকল্পনামন্ত্রী - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ১৯৩ বার পঠিত

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে। তাই সবাইকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। জাতির পিতা, জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

মুজিববর্ষ উপলক্ষে মাদ্রাসাগুলোর শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষে জাতীয় পতাকা, পতাকার স্ট্যান্ড এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বই বিতরণ ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার রিফাতুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আমিনুল হক খান, মুক্তিযুদ্ধবিষয়ক সচিব তপন কান্তি ঘোষ, সিলেট বিভাগের কমিশনার মশিউর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, দ্বীনি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, মাওলানা আনোয়ার হোসাইন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সদর ইউএনও ইয়াসমীন নাহার রুমা। দক্ষিণ সুনামগঞ্জ ইউএনও জেবুননাহার শাম্মী, বিশ্বমভর পুর ইউএনও মো. সাদিউর রহিম জাদীদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা সাংবাদিক পংকজ দে প্রমুখ।

পরে জেলার ৫২৩টি কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষকদের হাতে জাতীয় পতাকা, পতাকার স্ট্যান্ডসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক।

নদী বন্দর / জিকে 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com