1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বঙ্গবন্ধু সাফারি পার্কে ‘কোয়ারেন্টিনে’ কলম্বিয়া থেকে আসা অজগর - Nadibandar.com
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৮১ বার পঠিত

শিপমেন্টের কাঁচামালের সঙ্গে আসা একটি অজগর গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ জুন) দুপুরে স্থানীয় আনোয়ার ইস্পাত কারখানা চত্বরের একটি কনটেইনার থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে এটি বিকালে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনোয়ার ইস্পাত কারখানার ম্যানেজার (এডমিন) মো. মিজানুর রহমান জানান, কলম্বিয়া থেকে কনটেইনারে আমদানি করা ইস্পাতের কাঁচামাল কারখানায় আসতে প্রায় চার মাস সময় লাগে। শনিবার ঐ কনটেইনার আনলোড করতে গেলে সাপটি নজরে আসে। পরে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘বোয়া কনস্ট্রিক্টর’ জাতের সাপটি লম্বায় পাঁচ-ছয় ফুট। ওজন চার কেজি ও এর বয়স প্রায় সাত মাস। সাপটি তিন-চার মাস না খেয়ে থাকায় বেশ দুর্বল হয়ে পড়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, অজগরটি অসুস্থ থাকায় সেটি পার্কের ভেতরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সুস্থ হলে এটিকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক নির্দিষ্ট স্থানে অবমুক্ত করা হবে।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com