হঠাৎ ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণার কারণে ওই জেলাগুলোতে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে রাজধানীর সদরঘাটের লঞ্চঘাটে গিয়ে দেখা গেল, সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, সদরঘাটের প্রতিটি লঞ্চঘাট বন্ধ থাকলেও বরিশাল ও লালকুঠি ঘাটে অনেক যাত্রী এসে ভিড় করছেন। যাত্রীদের অভিযোগ, লঞ্চ বন্ধের ঘোষণা তারা জানেন না।
চাঁদপুরগামী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাত ১১টায় বন্ধের ঘোষণা দিলে আমরা জানমু ক্যামনে? হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে।’
বরিশালগামী আব্দুল বাছেত নামে আরেক যাত্রী বলেন, ‘লকডাউন ঘোষণা করা জেলায় বরিশালের নাম উল্লেখ নেই। আমি বৃষ্টির মধ্যে অনেক দূর থেকে আসছি, এখন ফিরে যেতে হচ্ছে। আমাদের কষ্ট দেখার কেউ নাই।’
এ প্রসঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের উপ-পরিচালক এহতেশামুল হক পারভেজ বলেন, ‘সাত জেলায় লঞ্চ বন্ধের ঘোষণা আমরা রাত আটটার সময় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানতে পারি। কিন্ত এরপর হঠাৎ কেন সব লঞ্চ চলাচল বন্ধ করল সেই ব্যাপারে আমার জানা নেই। এ বিষয়ে আমাদের ট্রাফিক বিভাগ ভালো বলতে পারবে।’
জানতে চাইলে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন বলেন, ‘আমরা প্রথম লকডাউনের আওতায় সাত জেলায় লঞ্চ চলাচলাচল বন্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন দিয়েছি। পরে রাতে মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণাঞ্চলসহ সারাদেশে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রেখেছি।’
নদী বন্দর / জিকে