যুক্তরাজ্যে কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতির মাঝে দুশ পাঁচজন যাত্রী নিয়ে একটি ফ্লাইট লন্ডন থেকে সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। ১৬৫ যাত্রী সিলেট বিমানবন্দরে নামলে তাদের সবাইকে হেলথ ডেস্কে নিয়ে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষা করা হয়। বাকি ৪০ জন যাত্রী সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
টানটান উৎকণ্ঠার মধ্যে নির্ধারিত সময়ের একঘণ্টা আট মিনিট আগে সকাল ৯টা ৭ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের বিজি ২০২ ফ্লাইট সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বোডিংব্রিজ হয়ে যাত্রীরা একে একে হেলথ ডেস্কে এসে কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান।
১৬৫ জন যাত্রীর সবার কাছেই নেগেটিভ সার্টিফিকেট রয়েছে বলে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানান।
যাত্রীরা জানান, নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকে বিমানে উঠতে দেয়া হয়নি।
বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, নেগেটিভ সার্টিফিকেট ছাড়াও যাত্রীদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে।
সকাল সোয়া ১০টার দিকে লন্ডন থেকে আসা বাকি ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্য সিলেট ত্যাগ করে বিমানের ফ্লাইট।
নদী বন্দর / এমকে