করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে বাজারজাতকরণ নিয়ে চিন্তিত মহালছড়ি উপজেলার ড্রাগন ফল চাষিরা। উৎপাদিত ফল সঠিক সময়ে বাজারজাত করা না গেলে লোকসানের মুখে পড়বেন বলে শঙ্কা প্রকাশ করেছেন চাষিরা।
মিশ্র ফলচাষি হ্লাচিংমং চৌধুরী জানান, তার বাগানে উৎপাদিত প্রায় ৫০ মেট্রিক টন আম এবং ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কেজি ড্রাগন ফল বাজারজাত নিয়ে চিন্তিত তিনি।
মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল জব্বার জানান, মহালছড়িতে প্রায় ১ হাজার ৪০০ হেক্টরের মধ্যে মিশ্র ফলের বাগান রয়েছে। পরবর্তী নির্দেশ আসলে অথবা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাবে।
নদী বন্দর / বিএফ