সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ধস নিয়ন্ত্রণে করেছে পানি উন্নয়ন বোর্ড। ধস ঠেকাতে যমুনায় ফেলা হচ্ছে বালি ভর্তি জিও ব্যাগ। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধের তলদেশ সার্ভে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (৩০ জুন) ভোর থেকে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাঙন নিয়ন্ত্রণে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে শহরবাসীর মধ্যে।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সিরাজগঞ্জের পুরাতন জেলখানা ঘাট এলাকায় শহর রক্ষা বাঁধের ১৫০ মিটার এলাকা আকস্মিক ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ধীরে ধীরে পাশের তিনটি স্থানে প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দেয়। ভাঙন রোধে স্থানীয়দের সহযোগিতায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সিসি ব্লকও বালি ভর্তি জিও ব্যাগ ফেলার পর ধস নিয়ন্ত্রণে আসে।
পানি উন্নয়ন বোর্ড রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম শফিকুল ইসলাম বলেন, শহর রক্ষা বাঁধের তলদেশে সার্ভে করে নদীর গতিবিধি পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নদী বন্দর / সিএফ