বিশ্বের নিষিক্ত ডিমের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর শাখা চানখালী খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। পরে মৃত ডলফিনটিকে খালের পাশেই মাটিচাপা দেয়া হয়।
মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে হালদা নদী থেকে মাত্র এক কিলোমিটার অদূরে চানখালী খালের হাটহাজারী মেখল ইউনিয়নের অংশের একটি ব্রিজের নিচ থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। তিনি বলেন, ‘বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চানখালী খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। পরবর্তীতে দুপুর ১টার দিকে সেটিকে খালের পাশেই মাটিচাপা দেয়া হয়।’
হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘উদ্ধার হওয়া ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে- বয়সের কারণে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে। কোনো কারণে হয়তো ডলফিনটি হালদা থেকে শাখা চানখালী খালে চলে গেছে।’
নদী বন্দর / সিএফ