বাঞ্ছারামপুরের রুপসদী গ্রামের এলজিইডি নির্মিত রাস্তার অবস্থা খুবই করুণ। একটু বৃষ্টি হলেই রাস্তাটি পানিতে তলিয়ে যায়। রাস্তাটি দিয়ে এলাকার স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি হাসপাতালের রোগীরা যাতায়াত করছেন ঝুঁকি নিয়ে।
রাস্তার দুই পাশের বাড়িঘর উঁচু হওয়ার কারণে বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তাটি। বৃষ্টির পানি জমে থাকার কারণে মালবাহী ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেল ও সিএনজি চলাচলে বিঘ্ন ঘটছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মহসিন মিয়া জানান, ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে এলাকার মানুষ যাতায়াতে কষ্ট পাচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আশাকরি জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা হবে।
নদী বন্দর / সিএফ